Header Ads

ভালো মানুষের সংজ্ঞা কি? কেতাবী নাহ, প্রায়োগিক সংজ্ঞা চাই।



ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল। কাকে ভালো মানুষ বলা যাবে? এ প্রশ্নের জবাব দেয়াও দূরহ কাজ। একই মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টো দিকই আছে। অর্থাৎ, ভালো-মন্দ মিলেই মানুষ। তাহলে কে ভালো, আর কে মন্দ কিভাবে নির্ধারণ করব-এ বিষয়টিও বড্ড জটিল। তারপরেও এমন কিছু মানুষ আছে যাদেরকে ভালো মানুষ বলা যায়, আবার কাউকে বলা যায় মন্দ। আবার যে মানুষটি ভালো মানুষ হিসেবে বিবেচ্য সেই মানুষটিই কখনোবা মন্দ হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়ত বলবেন, মানুষের ভালোর পাল্লা ভারী হলে ভালো মানুষ আর মন্দের পাল্লা ভারী হলেই মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পারে আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে।একজন মানুষ অন্য মানুষকে ঠকায় না, ক্ষতি করে না-এর চেয়ে মানুষের বড় গুণ আর হয় না। আমার মতে ভালো মানুষ হওয়ার জন্য এই একটি গুণই যথেষ্ট। কিন্তু হায় ! এই একটা মাত্র গুণ আমরা কেউ অর্জন করতে পেরেছি কি ?

1 comment:

  1. ভালো মানুষের কখনও মানুষকে ঠকাবেনা

    ReplyDelete

Copyright © 2017 - 2018 TareqNation Operating Company, LLC. All Rights Reserved. Privacy Policy. Powered by Blogger.